শীতের সময় এলার্জির মাত্রা বেড়ে যায় কেন?

    শীতের সময় এলার্জির মাত্রা বেড়ে যায় কেন?

    Vice Professor Asked on November 26, 2016 in সাধারণ.
    Add Comment
    1 Answer(s)

      ক. শীতে ঠান্ডা থেকে কোল্ড এলার্জি হয়।

      খ. শীতের বাতাসে আর্দ্রতা কম থাকে বলে, নাক ও শ্বাসনালীর অভ্যন্তরের কোষে বেশি প্রদাহ হয়। ফলে এ্যাজমা, সাইনুসাইটিস জাতীয় ও এলার্জির উপসর্গ সমন্বিত রোগ বেশি হয়।

      গ. একই কারণে শীতের বাতাসে ধূলা-বালি বেশি থাকে ও ডাস্ট এলার্জির লক্ষণ দেখা দেয়।

      তাই শীতে উষ্ণ থাকার চেষ্টা করুন, মুখে মাস্ক ব্যবহার করুন ও ধুলাবালি এড়িয়ে চলুন- এতে এলার্জির প্রকোপ অনেকখানি কমবে।

      Professor Answered on November 26, 2016.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.