প্রতিদিন ক্লিনজিং মিল্ক দিয়ে ঠোট পরিষ্কার করুন। মাঝে মধ্যে ব্রাশ দিয়ে ঠোটটা ব্রাশ করে নিবেন। এতে মরা কোষ মরে যায়।
সূর্যের অতি বেগুনী রশ্মীর হাত থেকে বাচতে রোদে বেরোবার আগে এসপিএফ যুক্ত লিপ বাম বা নারকেল তেল লাগিয়ে তার উপর লিপস্টিক লাগাবেন।
রাতে শোয়ার আগে অবশ্যই ক্রিম বা ভেজা তুলোর সাহায্যে লিপস্টিক তুলে ফেলে ভেসলিন লাগিয়ে শোবেন।
বারবার জিভ দিয়ে ঠোট চাটা বা ঠোট কামড়ানো খুব খারাপ অভ্যাস। এটা পরিত্যাগ করা উচিৎ।
ভিটামিন সি-র অভাবে ঠোটের কোনা ফেটে যায়। এর জন্য ভিটামিন সি যুক্ত খাবার খান ও চিকিৎসকের পরামর্শ নিন।