শুক্রমেহ কি ?
সপ্নাবেশ বা কম উদ্দীপনা ছাড়াই বারবার বীর্যস্থলন । যৌবন কালে অস্বাভাবিক উপায়ে শুক্রক্ষয় হলে এই সমস্যার সৃষ্টি হতে পারে, হস্তমৈথুন এবং অতিরিক্ত যৌনমিলন করা ইহার প্রধান কারণ। কোষ্ঠকাঠিন্য, অর্শ্বরোগ ইত্যাদির কারণেও ইহা হতে পারে। আবার অনেক সময় সিফিলিস, গনোরিয়া, ধ্বজভঙ্গ রোগের লক্ষণ স্বরূপ এই সমস্যা দেখা দিতে পারে।