শ্যাম্পু ব্যতীত ঘরোয়া পদ্ধতিতে কীভাবে চুল পরিষ্কার রাখব?
শ্যাম্পু ব্যতীত ঘরোয়া পদ্ধতিতে কীভাবে চুল পরিষ্কার রাখব?
Add Comment
আপনি শ্যাম্পু একেবারেই ব্যবহার করতে চাইছেন না কেন তা বিস্তারিত বলেননি। আমাদের মাথার ত্বকে চুলে প্রতিদিন অনেক ধুলাবালি ও ময়লা জমে যা পরিস্কার করার জন্য অবশ্যই শ্যাম্পুর প্রয়োজন। অনেক যুগ আগে হয়ত মানুষ অন্যান্য বিভিন্ন উপায় অবলম্বন করত চুল পরিস্কারের জন্য। কিন্তু এখন আর ততটা কার্যকর হয় না। আপনার চুলের জন্য সহনীয় এমন ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারেন। হারবাল শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এছাড়া চুলের যত্নে কিছু ঘরোয়া উপাদান ব্যবহার করতে পারেন তবে তা অবশ্যই শ্যাম্পু ব্যতীত না। যেমন ডিম, মেথি, মেহেদী, লেবুর রস, ভিনগার, কফি পাউডার, পেঁয়াজের রস, আমলকি ইত্যাদি ব্যবহার করতে পারেন।