শ্রেষ্ঠ গণিতবিদ এর নাম ?
সর্বকালের সর্বশ্রেষ্ঠ দশজন গণিতবিদের নামঃ-
১.আকিমিডিস (সর্বকালের শ্রেষ্ঠ গনিত ও পদার্থবিদ) (খ্রিস্টপূর্ব ২১২-২৮৭)।
- ২. স্যার আইজাক নিউটন (সর্বকালের শ্রেষ্ঠ গণিত ও পদার্থবিদ) (১৬৪৩-১৭২৭)।
- ৩.যোহান কার্ল ফ্রেডরিচ গাউস (সর্বকালের শ্রেষ্ঠ গণিত যুবরাজ) (১৭৭৭-১৮৮৫)।
- ৪.নিওনাদো আয়লার (সুইজারল্যান্ড – রাশিয়ার শ্রেষ্ঠ গণিতবিদ) (১৭০৭-১৭৮৩)।
- ৫.আলবার্ট আইনসটান (জার্মানির জগতখ্যাত তাত্ত্বিক গণিত ও পদার্থবিদ) (১৮৭৯-১৯৫৫)
- ৬.আল -খোয়ারেজমি (অ্যালকজ্যাবরার জনক আরব গণিত সম্রাট) (৭৮০-৮৫০)
- ৭.ইউক্লিড (জ্যামিতির জনক শ্রেষ্ঠ মিশরীয় গনিতবিদ) (খ্রিষ্টপূর্ব ৩২৫-২৬৫)
- ৮.কার্ল পিয়ারসন (ইংল্যান্ড শ্রেষ্ঠ গণিত-পরিসংখ্যানবিদ) (১৮৫৭-১৯৩৬)
- ৯.রেনে দেকাতে (স্থানাংক জ্যামিতির জনক ফ্রেন্স গণিত-দার্শনিক) (১৫৯৬-১৬৫০)
- ১০.জজ ক্যাণ্টার (রাশিয়ার বিখ্যাত সেটতত্ত্বের জনক গণিত-দার্শনিক) (১৮৪৫-১৯১৮)।