সকালে বমি বমি ভাব রোধে কী করতে পারি?
সকালে বমি বমি ভাব রোধে কী করতে পারি?
Add Comment
আপনি অনেকদিন ধরে গ্যাষ্টিক এর ঔষধ খাচ্ছেন কিন্তু ডাক্তারের পরামর্শ মতো খাচ্ছেন কিনা উল্লেখ করেননি। যাইহোক, যে কোন ঔষধই ডাক্তারের পরামর্শ ব্যতিরেকে খাওয়া স্বাস্থের জন্য ক্ষতিকর। আপনার খাদ্য তালিকায় যদি তেল, চর্বি, ভাজাপোড়া ও ঝাল খাবার থাকে তবে সেটিকে বর্জন করতে হবে। অনেকদিন ধরে এ সমস্যা চলতে থাকলে আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসক এর শরণাপন্ন হয়ে এন্ডোসকপি পরীক্ষা করিয়ে সে অনুযায়ী চিকিৎসা নিবেন।
ডাঃ শরীফ মহিউদ্দিন
এমবিবিএস, সিসিডি, ইডিসি
মেডিসিন ও ডায়াবেটিক চিকিৎসক
এক্রিডেটেড ফিজিশিয়ান, বারডেম হাসপাতাল