সন্তান নরমালে হওয়া ভালো নাকি সিজারে হওয়া ভালো?
সন্তান নরমালে হওয়া ভালো নাকি সিজারে হওয়া ভালো?
প্রশ্ন টা একটু অসম্পূর্ণ।
প্রথমেই বলে রাখি- যদি সব ঠিক থাকে- তাহলে অবশ্যই নরমাল ডেলিভারি হওয়া উচিত।
তবে- এখানে “সব ঠিক থাকলে” কথাটা মাথায় রাখতে হবে।
———
আমাদের অনেকের ই ধারনা আছে- কোন কারন ছাড়াই সিজার করা হয়- টাকার লোভে।
সত্য হচ্ছে- সিজার এরপর একজন ডক্টর খুব কম ই টাকা পান, বেশিভাগ ই যায় হাসপাতাল বিল এ।
————
আমাদের এখন মাতৃ মৃত্যুর হার অনেক কম, এর অন্যতম কারন এই সিজার।
অনেক সময় ই দেখা যায় বাচ্চার পজিশন ঠিক থাকে না, বা মায়ের index ছোট থাকে, এরবাইরে premature rupture of the membrane সহ হাজারো সমস্যায় এমন পজিশন আসে যখন নরমাল এর জন্য অপেক্ষা করা ৫০-৫০ চান্স হয়। এ সময় নরমাল হলে বাচ্চা বা মা বাচতেও পারেন নাও পারেন। এক্ষেত্রে সিজার করা হয়
–
আমি লেখার সময় মেডিকেল টার্ম ব্যবহার করতে চাই নি, যদি আরো ডিটেইল জানতে চান, কমেন্ট করুন
।
Asif Hossain
Birdem Hospital
Dhaka