সফলতার মূল মন্ত্র কী?
১.প্রচুর বই পরতে হবে। সেসব বই পরবেন যেগুলো বাস্তব জীবনে কাজে লাগবে। সার্টিফিকেট পাওয়ার জন্যেই বই পরলে চলবে না। বই পড়া হওয়া উচিৎ জ্ঞান অর্জনের জন্য। আর বিশ্বের বড়ো বড়ো ধর্মগ্রন্থগুলো পরে ফেলতে হবে, তাহলে আপনি ধর্মের চাল সম্পর্কে বোঝতে পারবেন।
২.অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। আমরা জীবনে নানান অভিজ্ঞতার সম্মুখিন হয়, যা থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি তাহলে আমাদের সফলতা সুনিশ্চিত।
৩.কাওকে অন্ধ বিশ্বাস করবেন না। আমি যাদের সব থেকে বেশি বিশ্বাস করেছি, সব থেকে বেশি ভালোবেসেছি তারাই আমাকে ঠকিয়ে নিজের স্বার্থ হাসিল করে নিয়েছে, যেটা আমি কল্পনাও করতে পারিনি।
৪.কাওকে এমন কোন গোপন তথ্য শেয়ার করবেন না, যা আপনার ক্ষতি করতে পারে। এইকথাগুলো শেয়ার করলে মানসিক চাপ কমে না বরং বেড়ে যায় কয়েকগুণ। তখন আপনার মাথায় এই টেনশন থাকবে, এই কথাটি যদি ও কাওকে বলে দেয়।
৫.মানুষকে স্বার্থ দেখিয়ে তাদেরকে দিয়ে আপনার কাজ করিয়ে নিতে হবে। যেমনঃ বিভিন্ন ধর্মের ভিতর দেখবেন, ধর্ম প্রবর্তকরা তাদের মিথ্যা স্বার্থ দেখিয়ে তাদের কাজ হাসিল করে নেয়।
৬.দূর্বলতাকে শক্তিতে পরিণত করতে হবে। যেমনঃ আসিফ আর আরিফ দুই ভাই। আাসিফ পড়াশুনা না করে ফোনের মাধ্যমে সারাদিন ফ্রী ফায়ার গেম খেলে। কিন্তু আরিফ একই ফোনের মাধ্যমে গেম না খেলে ইংরেজি ভাষা শিখছে।
৭.রিক্স নিতে ভয় না পাওয়া। যেমনঃ শাহিন এবং শাকিল ছিলো বেস্ট ফ্রেন্ড। তারা দুইজন একই মেয়েকে পছন্দ করে ফেলে। যদি না করে দেয়, শাকিল এই ভেবে প্রপোজ করতে ভয় পাচ্ছে। কিন্তু শাহিন রিক্স নিয়ে মেয়েটিকে প্রপোজ করে দেয়। আর মেয়েটি রাজি হয়ে যায়।
৮.পরিশ্রম করা। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম ছাড়া কেও উন্নতি করতে পারে না। জীবনে যারা সফল হয় তাদের মূলে ছিলো কঠোর পরিশ্রম। পরিশ্রম ছাড়া ভাগ্যের পরিবর্তন ঘটে না।