সফলতার সংজ্ঞা কি?
১) চেষ্টা করতেই থাকো ততক্ষণ যতক্ষণ না সফল হও।
২) ব্যর্থতাকে তোমার জীবনের একটি পরীক্ষা হিসেবে ভাবো।
৩) যে ভুল একবার করে ফেলেছো সেটি আর দ্বিতীয়বার করো না।
৪) অতীতকে ভুলে গিয়ে বর্তমানকে কাজে লাগাতে শিখো।
৫) নিজেকে পুনরায় প্রতিষ্ঠা করতে শিখো।
৬) জীবনে ভয় পাবেনা, ভয়কে জয় করতে শিখো।
৭) নিজেকে শুধরাতে শিখো।
৮) আলস্য শব্দটা নিজের জীবন থেকে মুছে ফেলো।
৯) সময়কে মর্যাদা দিতে শিখো।
১০) কখনো হার মানবেওনা এবং কখনো হারতে শিখবেওনা।