সফলতা আসলে কী?
একটা সফলতার গল্প :
তামিলনাড়ুর গলি থেকে উঠে আসা যুবক অ্যাটলি কুমার, বিশ্ব দরবারে তাঁর পরিচালিত ” জওয়ান” পেক্ষাগৃহে ঝড় তুলেছে।
২০১৭-১৮ সালের দিকে ফেসবুকে এই ছবিটিকে চরম হারে ট্রোল করা হয়েছিল। সুন্দরী এক রমনীর সাথে কালো, কুৎসিত যুবকের ছবিটি তখন ট্রোলারদের টাইম লাইনে ঘুরে বেড়াতো। তখনও ছেলেটি হয়তো সেই অর্থে জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। তামিল সিনেমা ছাড়া বাইরের জগতের লোক তখন হয়তো তাকে সেই অর্থে চিনতো না কিন্তু আজ বিশ্বের বেশিরভাগ ভাগ মানুষ তার নাম জানে। ছেলেটি অ্যাটলি কুমার, তামিল সিনেমাতে প্রথম স্ক্রিপ্ট রাইটারের কাজ করতো। পরে দক্ষতার সঙ্গে সঙ্গে তামিল সিনেমাতে নিজেকে কাজের মাধ্যমে প্রথম সারিতে তুলে নিয়ে আসেন।
একদিন তিনি তামিলনাড়ু থেকে কাঁধে ব্যাগ নিয়ে মুম্বাই এসেছিলেন শাহরুখ খানের সাথে দেখা করতে কিন্তু দেখা হয়নি। মান্নাতের সামনে ছবি তুলে ফিরে গেছিলেন কিন্তু আজকে সেই অ্যাটলি পরিচালিত জওয়ান সিনেমাতেই শাহরুখ খান অভিনয় করেছেন।
পরিস্থিতি সবসময় এক থাকে না, পরিস্থিতি বদলাবেই।
আজকে আপনি যাকে মূল্যহীন ভেবে দূরে সরিয়ে রাখছেন,সেই হয়তো আগামীতে আপনার তুরুপের তাস হবে। কান ভাঙিয়ে, পা চেটে, লবি করে কাছে আসা যায়, ক্ষতি করা যায়,সাময়িক প্রিয়জন হওয়া যায় ঠিকই কিন্তু সুপার স্টার হওয়া যায় না.