সফল ব্যাক্তিরা কি জানে যা অসফল ব্যাক্তিরা জানে না?

    সফল ব্যাক্তিরা কি জানে যা অসফল ব্যাক্তিরা জানে না?

    Default Asked on June 27, 2024 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      সফল ব্যক্তিরা যা জানে সেটা অসফল ব্যক্তিরা জানার শর্তেও কাজ করে না।

      • সফল ব্যক্তিরা হার মানে না তবে অসফল ব্যক্তিরা সহজে হার মেনে যায়।
      • সফল ব্যক্তিরা চাকরি করতে চাই না। চাকরি দিতে চাই। অসফল ব্যক্তিরা চাকরি করতে চাই কারণ তারা মাস শেষে যে মুনাফা পাই সেটা নিয়ে খুশি।
      • সফল ব্যক্তিরা বই পড়তে ভালোবাসে তবে অসফল ব্যক্তিরা নিয়মিত বই পড়ে না।
      • সফল ব্যক্তিদের নিজস্ব গোল থাকে যেটা অসফল মানুষের থাকে না।
      • সফল মানুষের প্রতিদিন এর টার্গেট থাকে যা অসফল মানুষের নিজেদের কোন টার্গেট বা গোল থাকে না।
      • সফল মানুষ সোশাল মিডিয়া সময় নষ্ট করে না। যা আপনি আমি করে থাকে।
      • সফলতার কোন শর্টকাট নেই, অসফল মানুষ শুধু শর্টকাট খুঁজতে চেষ্টা করে।
      • সফলতা মানে হলে একটা দীর্ঘতম একটা জার্নি যা একটা সময় শেষ হবে। অসফল মানুষের এই লম্বা জার্নি দেওয়ার সময় নেই।
      • নিজেকে মোটিভেট রাখুন। নিজেকে পরিবতর্ন করুন।
      • প্রতিদিন বই পড়ুন ৩০ মিনিট মতো দেখবেন নিজেকে অনেক পরিপাটি মনে হবে।
      • শুধু বই না ৩০ মিনিট ব্যায়াম ও করুন।
      • পরিশ্রম করুন দেখবেন সফলতা আপনার কাছে এসে ধরা দিবে।

      ভালো থাকুন সুস্থ থাকুন। ভালো লাগলে আপভোট দিতে ভুলবেন না।

      Professor Answered on June 27, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.