সফল ব্যাক্তিরা কি জানে যা অসফল ব্যাক্তিরা জানে না?
সফল ব্যাক্তিরা কি জানে যা অসফল ব্যাক্তিরা জানে না?
Add Comment
সফল ব্যক্তিরা যা জানে সেটা অসফল ব্যক্তিরা জানার শর্তেও কাজ করে না।
- সফল ব্যক্তিরা হার মানে না তবে অসফল ব্যক্তিরা সহজে হার মেনে যায়।
- সফল ব্যক্তিরা চাকরি করতে চাই না। চাকরি দিতে চাই। অসফল ব্যক্তিরা চাকরি করতে চাই কারণ তারা মাস শেষে যে মুনাফা পাই সেটা নিয়ে খুশি।
- সফল ব্যক্তিরা বই পড়তে ভালোবাসে তবে অসফল ব্যক্তিরা নিয়মিত বই পড়ে না।
- সফল ব্যক্তিদের নিজস্ব গোল থাকে যেটা অসফল মানুষের থাকে না।
- সফল মানুষের প্রতিদিন এর টার্গেট থাকে যা অসফল মানুষের নিজেদের কোন টার্গেট বা গোল থাকে না।
- সফল মানুষ সোশাল মিডিয়া সময় নষ্ট করে না। যা আপনি আমি করে থাকে।
- সফলতার কোন শর্টকাট নেই, অসফল মানুষ শুধু শর্টকাট খুঁজতে চেষ্টা করে।
- সফলতা মানে হলে একটা দীর্ঘতম একটা জার্নি যা একটা সময় শেষ হবে। অসফল মানুষের এই লম্বা জার্নি দেওয়ার সময় নেই।
- নিজেকে মোটিভেট রাখুন। নিজেকে পরিবতর্ন করুন।
- প্রতিদিন বই পড়ুন ৩০ মিনিট মতো দেখবেন নিজেকে অনেক পরিপাটি মনে হবে।
- শুধু বই না ৩০ মিনিট ব্যায়াম ও করুন।
- পরিশ্রম করুন দেখবেন সফলতা আপনার কাছে এসে ধরা দিবে।
ভালো থাকুন সুস্থ থাকুন। ভালো লাগলে আপভোট দিতে ভুলবেন না।