সফল মানুষ কাকে বলে?
সফল মানুষ হলো তারা, যারা বাক্তিত্বাবান। ব্যাক্তিত্ব ছাড়া সফলতা আসে না। ব্যাক্তিত্ব মানব জীবনের অলংকার। যার ব্যাক্তিত্ব নেই, সে কখনো সফল হতে পারবে না। যার ব্যাক্তিত্ব নেই, সে কখনো মানুষের সম্মান পাবে না। যার ব্যাক্তিত্ব নেই, সে কখনো ক্ষমতাবান হতে পারবে না।