সবচেয়ে সুখী মানুষ ভিন্নভাবে কী করে?
সবচেয়ে সুখী মানুষ ভিন্নভাবে কী করে?
Add Comment
- তারা ঠুনকো বিষয় নিয়ে পড়ে থাকে না।
- সুখী মানুষের নিজের প্রতি ভালোবাসা অত্যন্ত বেশি।
- সুখী মানুষ সবসময় ইতিবাচক থাকতে চেষ্টা করেন।
- সুখী মানুষ কখনো নিজের সাথে অন্যদের তুলনা করেন না।
- সুখী মানুষ নিজেকে স্রোতে গা ভাসিয়ে দেন না।
- সুখী মানুষ সবসময় নিজের উপর ফোকাস করে।
- তারা ঝামেলা ও বিতর্ক এড়িয়ে চলেন।
- তারা বুঝেশুনে সিদ্ধান্ত নেন এবং পরিকল্পনামাফিক এগোতে থাকেন।
- সুখী মানুষরা নিজেদেরকে অনুৎপাদনশীল কাজে জড়ান না।
- নিজেদের প্রয়োজনে তারা মানুষকে ‘না’ বলতে দ্বিধাবোধ করেন না।