সবাই বলে নিজেকে ভালোবাসুন কিন্তু নিজেকে ভালোবাসবো কিভাবে?
সবাই বলে নিজেকে ভালোবাসুন কিন্তু নিজেকে ভালোবাসবো কিভাবে?
Add Comment
কাউকেই ভালোবাসার অর্থ হল তাকে ভালো রাখতে ও দেখতে চাওয়া । অতএব নিজেকে ভালোবাসার অর্থ হল নিজেকে ভালো রাখতে এবং দেখতে চাওয়া, যার অন্যতম শর্ত হল নিজের দৈহিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং প্রয়োজনে একাকিত্বকে (বা বলা উচিত নিজের সঙ্গকে) শুধু যাপন নয়, উপভোগ করতে শেখা । কাউকে ভালোবাসলে তার সঙ্গও ভালোবাসবো এমনটাই তো হওয়া উচিত, নাকি?