সবাই লেখাপড়া করে জ্ঞানী হতে পারে না কেন?
সবাই লেখাপড়া করে জ্ঞানী হতে পারে না কেন?
Add Comment
- কারণ তাদের লেখাপড়ার দৌড় সার্টিফিকেট অর্জন পর্যন্ত।
- কারণ তারা লেখাপড়া করেছে চাকরি পাওয়ার জন্য।
- কারণ তারা লেখাপড়া করেছে অন্যকে দেখানোর জন্য।
- লেখাপড়া করলেও মনের ভিতর থেকে সংকীর্ণতা এবং গোঁড়ামি মুছে ফেলতে পারেনি।
- আমাদের তথাকথিত শিক্ষিতরা মুখস্ত বিদ্যায় পারদর্শী।
- তারা লেখাপড়া করলেও সৃজনশীল হতে পারেননি।
- জ্ঞানী হতে পারেনি কারন তারা এখনও কুসংস্কারাচ্ছন্ন।
- শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পড়ালেখার সিস্টেমে গলদ রয়েছে।তাই অনেকে জ্ঞানী হতে পারছে না।
- তারা লেখাপড়া করলেও তারা পরিবর্তনকে সহজে মেনে নিতে পারে না।
- জ্ঞানী হতে পারেনি কারন তাদের জ্ঞানের দৌড় খুবই সীমিত।
- জ্ঞানী হতে পারছে না কারণ তারা নিজেদেরকে সীমাবদ্ধ এবং সীমিত করে ফেলেছে।
- জ্ঞানী হতে পারছে না কারণ পড়ালেখা করলেও তারা উদার এবং মানবিক নয়।
- অনেক তথাকথিত শিক্ষিত এবং সার্টিফিকেটধারীরা আজকাল ধান্দাবাজিতে লিপ্ত।জ্ঞান চর্চার সময় কোথায়?
- জ্ঞানী হতে পারছে না কারণ মানুষ গবেষণাকে উৎসাহিত করছে না।