সবাই স্বপ্ন মনে রাখতে পারে না কেন?
সবাই স্বপ্ন মনে রাখতে পারে না কেন?
কমবেশি সবাই ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন। কিন্তু সবাই সব স্বপ্ন মনে রাখতে পারেন না। এর কারণ অনেকটাই অজানা। তবে বিজ্ঞানীরা দাবি করছেন, যাঁরা নিয়মিত রাতে স্বপ্ন দেখেন এবং পরদিন ভোরে তা মনে করতে পারেন—তাঁদের স্মৃতিশক্তি খুবই প্রখর। সম্প্রতি একটি গবেষণার ফলাফলে এ তথ্য বেরিয়ে এসেছে। ফ্রান্সের লিয়ং নিউরোসায়েন্স রিসার্চ সেন্টার সংশ্লিষ্ট গবেষণাটি পরিচালনা করে। এর ফলাফল ফ্রন্টিয়ার ইন সাইকোলজি সাময়িকীতে প্রকাশিত হয়। গবেষণা চলাকালে ৩৬ জনের মস্তিষ্কের বৈদ্যুতিক তরঙ্গ পর্যবেক্ষণ করা হয়। এ সময় অংশগ্রহণকারীদের ঘুমের মধ্যে এবং জাগ্রত অবস্থায় বিশেষ সুর শোনানো হয়। এর মাঝে মাঝে তাঁদের নামও শোনানো হয়। এতে দেখা গেছে, যাঁরা প্রতিদিন স্বপ্ন দেখে মনে রাখতে পারেন, তাঁদের স্মৃতিশক্তি খুবই প্রখর। তবে যাঁরা মাসে মাত্র দু-একবার স্বপ্ন মনে করতে পারেন, তাঁদের স্মরণশক্তি ততটা প্রখর নয়। গবেষক পেরিন রুবি জানান, রাতে প্রখর স্মৃতি শক্তিসম্পন্ন মানুষের ঘুম বারবার ভেঙে যায়। এতে সব মিলিয়ে তাঁরা গড়ে ৩০ মিনিট জেগে থাকেন। তবে কম স্মৃতি শক্তিসম্পন্ন মানুষের ঘুম বেশি ঘন ঘন ভাঙে না। তাঁরা গড়ে ১৪ মিনিট জেগে থাকেন।