সবুজ সার ব্যবহার করা হয় কেন?
মাটিতে নাইট্রোজেন সার দ্রুত ধুয়ে যায় বলে এই সার পরিমাণে বেশি লাগে।কিন্তু সবুজ সার প্রাকৃতিকভাবে মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে এবং জমিতে সবুজ সার তৈরির পর ধানের জমিতে নাইট্রোজেন সারের মাত্রা ১৫-২০ কেজি কমানো যায়।সবুজ সার প্রয়োগে মাটির উর্বরতা বৃদ্ধি পায়।তাই সবুজ সার ব্যবহার করা হয়।