সম্পত্তিতে নিঃসন্তান বিধবার অধিকার কতটুকু? মুসলমান নারীদের ক্ষেত্রে?
ইসলাম ধর্মে নিঃসন্তান বিধবা স্বামীর কতটুকু সম্পত্তি পায়? কেউ বলে ২ আনা, কেউ বলে ৪ আনা। আসল হিসাবটা কী?
সম্পত্তিতে নিঃসন্তান বিধবার উত্তরাধিকারঃ
মৃত ব্যক্তির সন্তান না থাকলে স্ত্রীর অংশ ১/৪ এবং সন্তান থাকলে ১/৮। স্ত্রীর অংশ একাধিক হলে তাদের প্রাপ্য অংশের মোট পরিমাণে কোনো তারতম্য হয়না। তারা তাদের প্রাপ্যাংশ (১/৪বা ১/৮) সমানভাবে ভাগ করে নিবে। একজন শিয়া মুসলিম মারা যায় চার স্ত্রী রেখে । যেমন: ক-১,ক-২,ক-৩,ত-৪ । ক-৪ এর সন্তান আছে। প্রত্যেক স্ত্রী ১/৩২ পাবে,তবে যাদের সন্তান নেই তাদের উত্তরাধিকার মরহুমের সব সম্পত্তির উপর প্রযোজ্য হবে না ।
মুসলিম নিঃসন্তান নারী স্বামীর মৃত্যুর পর ৪ আনা এবং সন্তানবতী নারী মাত্র দুই আনার অংশীদার হন। বিশেষ করে নিঃসন্তান নারী যখন নিজ সংসারে মাত্র ৪ আনার মালিক এবং বাকি ১২ আনা স্বামীর ভাই-বোন, মা-বাবার মধ্যে বণ্টন হয় তখন ঐ সংসারে টিকে থাকা একজন মর্যাদাসম্পন্ন নারীর জন্য কেবল দুর্ভাগ্যই বয়ে আনে। বিধবাবিবাহ সকল ধর্মমতে বৈধ হলেও এরূপ বিবাহ নির্ভর করে বিধবাটির বয়সের ওপর। প্রৌঢ়া বিধবার পক্ষে ২য় স্বামী গ্রহণ করা অসম্ভব। সুতরাং স্বামীর মৃত্যুর পর এরূপ অসহায় নিঃসন্তান মহিলাদের স্থান কোথায়? গ্রামের মহিলাদের চিত্র আরো করুণ। কখনও কখনও সম্পত্তি রক্ষার্থে পারিবারিক চাপে তাঁরা দেবরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে বাধ্য হন।
স্বামীর কোনো ঋণ থাকলে তা পরিশোধ করে এবং কোনো ওছিয়ত করা থাকলে তা পূরণ করার পর তির সম্পত্তি ওয়ারিশদের মধ্যে বন্টন কতে হবে। স্বামী-স্ত্রী নিঃসন্তান থাকা অবস্থায় স্বামীর মৃত্যু হলে, স্ত্রী তার স্বামীর সম্পত্তির চার ভাগের এক ভাগ পাবে। স্বামী সন্তান রেখে ইন্তেকাল করলে, স্ত্রী পাবে স্বামীর পরিত্যক্ত সম্পত্তির আট ভাগের এক ভাগ। স্ত্রী নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করলে এবং মৃত্যুকালে তার রেখে যাওয়া কোনো সম্পত্তি থাকলে, উক্ত সম্পত্তি থেকে স্বামীর অংশ হবে আধা অংশ। স্ত্রী সন্তান রেখে ইন্তেকাল করলে, স্বামী পাবে স্ত্রীর সম্পত্তির চার ভাগের এক ভাগ। এক্ষেত্রে দাফন-কাফনের খরচ, ঋণ পরিশোধ এবং ওছিয়ত পূরণ করার পরই সম্পত্তি বন্টন করতে হবে।