সম্পর্কে কিভাবে ব্যক্তিত্ব ধরে রাখবো?
সম্পর্কে কিভাবে ব্যক্তিত্ব ধরে রাখবো?
Add Comment
- বারবার নক দেবেন না অনলাইনে।
- লাস্ট টেক্সট যদি হয় hum/valo তাহলে আর তাকে টেক্সট করার দরকার নেই।
- কখনোই বলবেন না, আমি পারবো না(কোন বিষয়), বলবেন, এইটা আমার জন্য চ্যালেঞ্জিং / তোমার হেল্প লাগতে পারে।
- কখনোই নিজের উইক পয়েন্ট তার সাথে শেয়ার করবেন না।
- পোশাক পরিচ্ছদে যথেষ্ট মার্জিত কালার চুজ করবেন।
- ছেড়া কাপড় পরে যাবেন না।
- কথা বলার সময়ে কোন মুদ্রাদোষ থাকলে এড়িয়ে চলুন।
- প্রতিটা কথার ভিতরে টুইস্ট রাখার ট্রাই করুন।
- সবকিছু ভেঙে চুরে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই।
- গুরুত্বপূর্ণ কথার মাঝে একটু হলেও ইন্টারস্টেটিং ইনফরমেশন দেওয়ার ট্রাই করুন! যেইটা স্বাভাবিক মানুষের জানার কথা নয়।
- সর্বপরি বই পড়ুন, অনলাইন অফলাইন থেকে এবং রিয়েল লাইফ থেকে প্রচুর ইনফরমেশন গ্যাদার করুন, বাজে অভ্যাস এড়িয়ে চলুন! দেখবেন…আপনার পার্সোনালিটির প্রেমে নিজেই পড়ে গেছেন।