সম্পূর্ণ অপরিচিত মেয়েকে বিবাহ করলে তার সাথে কিরকম আচরণ করা উচিত?
সম্পূর্ণ অপরিচিত মেয়েকে বিবাহ করলে তার সাথে কিরকম আচরণ করা উচিত?
শুরুতেই হড়বড় করে অতিরিক্ত কথা বলতে থাকবেন না, এমন যেন না হয় বিয়ের রাতেই আপনার চৌদ্দগোষ্ঠীর ইতিহাস সে জেনে গেল। সে আপনার বা আপনার পরিবারের কোন বিষয়ে কিছু জানতে চাইলে উত্তর দেবেন শর্টকাটে, যেন তা থেকেই সে মোটামুটি একটা ধারনা পায়। অত ভাঙচুর করে বলার দরকার নেই। তবে আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ এমন কোন বিষয় থাকলে সেটা খুব পরিষ্কার ভাবে তাকে শুরুতেই জানিয়ে বুঝিয়ে দিন। কথা বলুন পরিমিত পরিমাণে, তাকে পর্যবেক্ষণ করুন বেশি। সে ব্যক্তি হিসেবে কেমন বোঝার চেষ্টা করুন। তার আগ্রহের বিষয় সম্পর্কে ভালো মত বোঝার চেষ্টা করুন। সে যেহেতু আপনার বাড়িতে নতুন কাজেই তার শুরুতে অনেক রকম ভুল হতে পারে। সেগুলো ভদ্রতার সাথে তাকে ধরিয়ে দিন, সে যেন অস্বস্তি বোধ না করে। বিবাহিত হলেও এখনো আপনারা কিন্তু একে অন্যের কাছে নতুন ও অচেনা। সে এখনো আপনাকে পছন্দ বা অপছন্দ কোনটাই করেনা। কাজেই বউ হয়ে গেছে বলে প্রথম রাত থেকেই শারীরিক ভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবেন না ( সেক্স করার জন্য যখন তখন ক্ষুধার্ত কুকুরের ন্যায় ঝাঁপিয়ে পড়া, স্পর্শকাতর স্হানে হাত দেওয়া ইত্যাদি থেকে বিরত থাকুন)। এক্ষেত্রে একটু ধীরে চলো নীতি তে এগোতে হবে। তাকে কিছুটা স্পেস দিন, তার সব কিছুতেই অধিকার ফলাতে যাবেন না। চেষ্টা করুন সে যেন আপনাকে ব্যক্তি হিসেবে পছন্দ করে, আপনি যেন তার মন জিতে নিতে পারেন।