সম্প্রতি জীবন আপনাকে কী শিখিয়েছে?
সম্প্রতি জীবন আপনাকে কী শিখিয়েছে?
Add Comment
- কারো প্রতি বেশি অতিরিক্ত নির্ভরশীল হওয়া ঠিক না।
- কাউকে অন্ধভাবে অতিরিক্ত বিশ্বাস করা ঠিক না।
- কারো পরিস্থিতি খারাপ ভেবে আপনি তার সাথে খারাপ ব্যবহার করবেন না।
- আপনিও সেই খারাপ পরিস্থিতিতে পড়তে পারেন।
- স্পষ্টতা না হয়ে, কারো উপর শখ করা এবং, অভিযোগ করা একদম ঠিক না।
- কারো বিষয়ে ভালোমতো না জেনে মন্তব্য করা থেকে বিরত থাকুন।
- কারোর উপর মিথ্যা অভিযোগ করবেন না এতে যদি নিজের ক্ষতি হয় তাও। আশেপাশের মানুষ না জানলেও , যে লোকের উপর মিথ্যা আরোপ করবেন সে ঠিকই আপনাকে অবিশ্বাস করব কেননা সে জানে আপনি মিথ্যা বলছেন।
- এমন কাজ করবেন না যাতে পরিবেশ এবং সমাজ এবং দেশের ক্ষতি হয়।
- আমি সব সময় এটাই নিশ্চিত করি, কেউ যেন অভিযোগ না করতে পারে আমাকে যে আমি পরিবেশ নষ্ট করেছি।
- কারো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করবেন না।
- কেউ ফোনে কথা বললে সেই কথায় আপনি কথা বলা শুরু করবেন না।
- নিজের কোন ব্যক্তিগত বিষয় কারো সাথে শেয়ার করবেন না।
দিনের শেষে যা করি বই পড়ি বেশি বেশি বই পড়ুন।