সম্প্রতি জীবন আপনাকে কী শিখিয়েছে?
সম্প্রতি জীবন আপনাকে কী শিখিয়েছে?
প্রায় ১ মাস হতে চললো করোনার জন্য ঘরে আছি! ইনকাম শূন্য । আগে বাড়ি আসলে সবাই অনেক কদর করতো। বাড়ি ছেড়ে যেতে মন চাইতোনা। এখন ইচ্ছা হচ্ছে চলে যাই সত্যিই আর পারছিনা। ঘরের হাতখরচ টুকু পর্যন্ত দিতে পারিনি আব্বু আম্মু সারাক্ষন আমার দিকে চেয়ে থাকে! আর কয়েকদিন ধরেই অপেক্ষা করছি এলাকার এক জমিদার ত্রাণ দিবে ওটার জন্য। আর বিছানায় শুয়ে শুয়ে ভাবছি কেন ‘ইমার্জেন্সি সেভিংস’ করিনি! আসলে কখনো ভাবিনি এরকম পরিস্থিতিতে পড়বো! বন্ধুদের সাথে বড় বড় রেস্টুরেন্টে খেতাম ঘুরতাম, পার্টি আড্ডা, আরো কত কি! না ওরা সবাই ওদের জায়গায় ঠিক আছে! ভিডিও কলে প্রায়ই কথা হয়। একদম হাসিমুখে সবাই সবার খবর নিচ্ছে কিন্তু বলতে পারছিনা আমার আসল পরিস্থিতির কথা!
জীবন আমাকে শিখিয়েছে, টাকা না থাকলে আসলেই জীবনের কোন মূল্য নেই।
যত তত উপকথা পড়েছি টাকা নিয়ে সব ভুল!
অর্থ অনর্থের মূল না অর্থ ভরাপেট থাকার মূল!
Money can’t bring happiness এটাও ভুল! money can make a smile on my mother’s face!
হয়তো এটাই জীবন! এভাবেই হয়তো চালিয়ে নিতে হয়। তারপরও যদি বলতে হয়। আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ।