সর্দি, ঠান্ডা থেকে মুক্তির কোনো স্থায়ী উপায় আছে কি?

    সর্দি, ঠান্ডা থেকে মুক্তির কোনো স্থায়ী উপায় আছে কি?

    Vice Professor Asked on January 15, 2017 in স্বাস্থ্য.
    Add Comment
    1 Answer(s)

      আপনার সম্ভবত এলার্জি জনিত সর্দি লাগে। একমাত্র এই সর্দি মাসের বিশ দিন লাগতে পারে। এর জন্য কিছু সাধারণ নিয়ম কানুন মেনে চলতে হবে, যেমন ধুলো ,সিগারেট-মশার কয়েলের ধোয়া এড়িয়ে যাবেন, খুব গরম বা প্রচন্ড ঠান্ডা বাতাস এড়িয়ে যাবেন , সুতি পোশাক পড়বেন , ছাতা এবং হাতপাখা সব সময় সাথে রাখবেন এবং ব্যবহার করবেন , নাক কচলানো এবং নাক খোটা একদম নিষেধ , সম্ভব হলে শরীর এর তাপমাত্রা র পানি দিয়ে নিয়মিত গোসল করে চুল শুকিয়ে তারপর বাধবেন। মাথায় তেল মেখে রাখা ও ঠিক না। এসব এর পরেও সমস্যা থাকতে পারে , সেক্ষেত্রে মনটিন ১০মি:গ্রা: প্রতিদিন একটা করে খাবেন।


      সুলতানা পারভীন
      উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার
      পাবনা সদর , পাবনা।

      Professor Answered on January 15, 2017.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.