সর্দি লাগলে মাথা ব্যথা হয়, কী করবো?

আমার বয়স ২৪+। সমস্যা হলো আমার মাঝে মাঝে সর্দি লাগে আর যখন সর্দি লাগে তখন মাথাও ব্যথা করে। অবশ্য সর্দি ভালো হয়ে গেলে তখন ভালো হয়ে যায়। তো আমি এমতাবস্তুায় কী করবো? পরামর্শ চাই।
Vice Professor Asked on November 13, 2015 in স্বাস্থ্য.
Add Comment
1 Answer(s)

    সর্দি লাগলে সবারই একটু আধটু মাথা ব্যথা হয়। কারণ আমাদের কপালে মাথার তালুতে এবং নাকের দুই পাশে কিছু সাইনাস আছে (হাড়ের মাঝে সুক্ষ বায়ু বাহী নালী)। এসব ফাঁকা থাকে সবসময়। সর্দি লাগলে এসব স্থানে সর্দি জমে যায় এবং ব্যথা করে। আপনি ফুটানো পানি মগে নিয়ে হাতের তালু দিয়ে মগ ঢেকে নাক হাতের এবং মগের ফাকে রেখে ভাপটা নি:শ্বাসের সাথে টেনে নিবেন, গরম পানি লবণ দিয়ে গার্গল করবেন, গোসল করবেন নিয়মিত, চুলে তেল দেয়া বন্ধ করবেন না। লেবু লবঙ্গ দিয়ে চা খাবেন, আর আস্তে আস্তে নাক ঝাড়ার অভ্যাস করবেন। গরম পানির সংস্পর্শে সাইনাস খুলে যায়। জমাট সর্দি বের হয়ে যায় এবং ব্যথা কমে যায়। ধন্যবাদ

    পরামর্শ দিয়েছেন :
    সুলতানা পারভীন
    উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার
    পাবনা সদর ,পাবনা।

    Professor Answered on November 13, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.