সর্বদা সতর্ক থাকা কতটা গুরুত্বপূর্ণ?
সর্বদা সতর্ক থাকা কতটা গুরুত্বপূর্ণ?
Add Comment
- অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ কখন মামলা-মোকদ্দমার শিকার হয়ে যান,তা তো বলা যায় না।
- কারো পাতানো ফাঁদে পা দেয়ার সমূহ সম্ভাবনা থেকে মুক্ত হতে হলেও সর্বদা সতর্ক থাকতে হবে।
- বিপদ কখনো বলে কয়ে আসে না।কাজেই সর্বদা বিচক্ষণতার সাথে সতর্ক থাকুন।
- মামলাবাজ লোকদের এড়িয়ে চলুন।
- ঘৃণাবাদী গোষ্ঠী এবং উগ্রবাদী গোষ্ঠীদের থাবা থেকে মুক্ত হতে হলে সর্বদা নিজেকে জাগ্রত রাখুন।
- চটকদার এবং লোভনীয় কোন কিছুতে নিজেকে সঁপে দেয়ার থেকে মুক্ত হতে হলেও সর্বদা সতর্ক থাকতে হবে।
- চকচক করলেই যেমন সোনা হয় না,ঠিক তেমনি অনলাইনে অনেকের রঙচঙের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলা যাবে না।
- অনলাইনে পদচারণা করতে সর্বদা সতর্ক থাকা উচিত।কারণ ডিজিটাল সিকিউরিটি আইন মাথার উপরে ঝুলছে।
- উগ্রবাদী গোষ্ঠী এবং স্বার্থান্বেষী মহল সব সময়ই তাদের নিজেদের দলে লোক ভিড়ানোর জন্য আড়ি পেতে আছে। সর্বদা সতর্ক থাকুন।
- হাজারো সমস্যা চলমান রয়েছে।সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে হাইজ্যাকিং,প্রতারণা এবং কেলেঙ্কারি মুক্ত জীবনের জন্য সর্বদা সতর্ক থাকুন।
- অনলাইনে সব সময় সতর্ক হওয়া উচিত কারণ অনেকে ব্ল্যাকমেইলিং করে যাচ্ছে,মানুষকে হয়রানি এবং বিরক্ত করে যাচ্ছে।