সাইকলজিক্যাল কিছু হ্যাক বলবেন কি?
সাইকলজিক্যাল কিছু হ্যাক বলবেন কি?
Add Comment
- একজন মানুষ গড়ে প্রতিদিন ৬০ হাজার চিন্তা করে। তারমধ্যে প্রায় ৪০ হাজার চিন্তা নেতিবাচক।
- আপনি যেইভাবে চিন্তা করবেন, বাস্তবে ওইভাবে দেখবেন। (Perception is projection)
- আপনার যদি কাউকে নিয়ে নেতিবাচক ধারণা থাকে তবে সে যত ভালো কাজই করুক না কেন আপনি তার সবকিছুকে নেতিবাচক হিসেবে নিবেন।
- আবার আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে সে যাই করুক না কেন, যত নেতিবাচক কাজই করুক না কেন, তার নেতিবাচক কাজের মধ্যেও আপনি ইতিবাচক জিনিস খুঁজবেন এবং সবকিছুকে গ্রহণ করবেন।
- মানুষ জন্মগত ও প্রকৃতিগতভাবে নেতিবাচক মনোভাব সম্পন্ন।
- আমাদের আদি রেপ্টালিয়ান ব্রেইনের কারণে প্রি-ফ্রন্টাল কর্টেক্স ঠিকমতো কাজ করতে পারে পারে না, যার ফলে আমরা কোনো কাজে মনোযোগ বজায় রাখতে পারি না। তখন ব্রেইন বলে (তুই পারবি না, তোকে দিয়ে হবে না)।
- আমরা নেগেটিভ কোনোকিছু দেখলে সেটা শেয়ার করি বা বাজে মন্তব্য করি কিন্তু পজিটিভ কিছু দেখলে তা শেয়ার করি না কিংবা উৎসাহ দেই না।
- পজিটিভ ব্রেইন সবকিছুতে সবসময় সুযোগ দেখে এবং সমস্যার সমাধান করায় ব্যস্ত থাকে।
- নেগেটিভ ব্রেইন সব কিছুতে সমস্যা দেখে, সমস্যা বড় করে তোলে এবং কোনো সুযোগ দেখে না।