সাইনোসাইটিস কি?কি কি লক্ষণ দেখলে বুঝবো যে আমার সাইনোসাইটিস হয়েছে?
সাইনোসাইটিস কি?কি কি লক্ষণ দেখলে বুঝবো যে আমার সাইনোসাইটিস হয়েছে?
Add Comment
- নাকের আশপাশে কয়েকটি বায়ু-কুঠুরি আছে, যেগুলো সাইনাস নামে পরিচিত। সাইনাসের প্রদাহই সাইনোসাইটিস। সাইনাসের অভ্যন্তরে ছোট ছোট চুলের মতো সিলিয়া থাকে, এদের কার্যক্ষমতা হ্রাস পেলে সাইনাসের নিঃসরণ আটকে যায়, আর এ থেকে রোগ-প্রক্রিয়াটি শুরু হয়।
লক্ষণগুলি হল:
প্রধান লক্ষণ সবাই মাথা ব্যথার কথা করে। মাথাব্যথা সকালের দিকে শুরু হয়, ক্রমশ বাড়তে থাকে এবং দুপুরের দিকে কমে আসে। মাথার গভীরে দপদপে লাগাতার ব্যথা হয়, রোগীরা আঙুল দিয়ে আক্রান্ত সাইনাসের অবস্থান নির্দিষ্ট করে দেন। মাথা সামনের দিকে ঝুকালে ব্যথা বেশি হয়। সাইনাসের নিঃসরণ আটকে যাওয়ায় এবং প্রয়োজনীয় বাতাস ঢুকতে পারে না বলে ব্যথা হয়৷মাথাব্যথার পাশাপাশি নাক বন্ধ হয়ে যেতে পারে, ঘন শ্লেষ্মা জাতীয় নিঃসরণ বের হয়৷ শরীরে ম্যাজম্যাজে অনুভূতি হয়।হালকা জ্বর থাকে। নাক বন্ধ থাকে বলে রোগীরা মুখ দিয়ে শ্বাস নেয়৷ কাশি থাকতে পারে।