সাইনোসাইটিস কিভাবে ভাল করব?
সাইনোসাইটিস কিভাবে ভাল করব?
চিকিৎসা –
হোমিওপ্যাথিঃ-
সাইনোসাইটিস
চিকিৎসা শতভাগ নির্মূল করা
সম্ভব হয়।শুধু মাত্র নিয়মিত ৩
থেকে ৬ মাস ঔষধ সেবন করতে
হয়।কারন রক্তের এলার্জি
নির্মূল করতে না পারলে
সাইনোসাইটিস নির্মূল
হয়না,তাই হোমিও ঔষধে একটু
সময় লাগে কিন্তু সাইনোসাইটিস
নির্মূল হয়ে যাবে যা জীবনে আর
হবে না।
এ্যালোপ্যাথিকঃ-
সাইনোসাইটিসের চিকিৎসায়
এন্টিবায়োটিকের প্রয়োজন
পড়ে। নাকে নাকে বিশেষ ধরনের
ড্রপ দিতে হয়। এন্টি
হিস্টামিন জাতীয় ওষুধ খেতে
হয়। ব্যথার জন্য দেয়া যেতে পারে
ব্যথানাশক। ওষুধে না সারলে
অপারেশনের মাধ্যমে চিকিৎসা
করতে হয়। একসময় এ সমস্যার
জন্য সাইনাস ওয়াশ করা হতো।
ফাংশনাল এন্ডোস্কোপিক
সাইনাস সার্জারি খুবই
জনপ্রিয়তা পেয়েছে। এখন
সাইনোসাইটিস নিয়ে অযথা
ভুগতে হয় না। তবে সঠিক সময়ে
সঠিক চিকিৎসা না নিলে হতে
পারে বিভিন্ন জটিলতা। সুতরাং
জটিলতা এড়াতে সুচিন্তিত
সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ।