সাইবার ফরেনসিক’ বলতে কি বুঝায়? বাংলাদেশে ‘সাইবার ফরেনসিক’-এর কোনো ব্যবস্থা আছে কি?

    সাইবার ফরেনসিক’ বলতে কি বুঝায়? বাংলাদেশে ‘সাইবার ফরেনসিক’-এর কোনো ব্যবস্থা আছে কি?সাইবার ফরেনসিক’ বলতে কি বুঝায়? বাংলাদেশে ‘সাইবার ফরেনসিক’-এর কোনো ব্যবস্থা আছে কি?

    Vice Professor Asked on August 16, 2016 in আইন.
    Add Comment
    1 Answer(s)

      সাইবার ফরেনসিক একটি এপ্লিকেশন, যা সাইবার অপরাধ কার্যক্রমের অকাট্য বিবরণসহ, যুক্তিগত ব্যাখ্যা যা বৈজ্ঞানিক পদ্ধতিতে সাংখ্যিক প্রমাণাদি ( Digital Evidence ) জড়ো করে প্রক্রিয়াগতভাবে অপরাধ বা অপরাধীকে সনাক্ত করে।

      বাংলাদেশে এখনও সাইবার ফরেনসিক চালু হয় নাই। তবে সরকারিভাবে এর প্রতিষ্ঠায় চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে এবং কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ল্যাব স্থাপন করা হবে। ইন্টারনেটে অপরাধ করলে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন ভ্রাম্যমাণ আদালত। সে জন্য সাইবার অপরাধের বিচারের বিষয়টি ভ্রাম্যমাণ আদালত আইনের আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে প্রণয়ন করা হচ্ছে সাইবার সিকিউরিটি গাইডলাইন ও তথ্য নিরাপত্তা পলিসি গাইডলাইন।

      সাইবার অপরাধ রোধে ‘বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি রেসপন্স টিম (বিডি-ক্রিস্ট)’ নামে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে ন্যাশনাল কো-অর্ডিনেশন সেন্টার হিসেবে প্রতিষ্ঠা করা হবে। তারা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে সহযোগিতার ভিত্তিতে জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সাইবার আক্রমণ পর্যবেক্ষণ, ব্লক প্রতিহতকরণ এবং যেকোনো হোস্টেড ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট পর্যবেক্ষণ করবে।

      Professor Answered on August 16, 2016.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.