সাগরের পানি নীল হয় কেন?
সাগরের পানি নীল হয় কেন?
Add Comment
সমুদ্রের বিস্তৃত জলরাশিকে একসঙ্গে নীল দেখায়। আকাশে বাতাসের অণুর মতো সমুদ্রের বিস্তৃত জলরাশির অণুগুলো সূর্যরশ্মির নীল বর্ণকে চারদিকে ছড়িয়ে দেয়। ফলে বাইরে থেকে তাকালে সমুদ্রের জলরাশিকে নীল দেখায়।
আমরা জানি সূর্যের আলো বা রোদ মূলত ৭ টি ভিন্ন ভিন্ন রঙের সমষ্টি। বেগুনী, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। রঙগুলো বিশেষ মাত্রায় একের পর এক সাজানো থাকে। সূর্যের আলো যখন সমুদ্র পৃষ্ঠে পড়ে তখন লাল কমলা ও হলুদ রঙ সমুদ্রের জল কর্তৃক দ্রুত শোষিত হয় বটে, কিন্তু নীল রঙ আরও দ্রুত সমুদ্র গর্ভের প্রায় ৩০ মিটার পর্যন্ত ঢুকে পড়ে। যে কারণে রোদেলা দিনে সমুদ্রকে নীল দেখায়।