সাদাস্রাব কি?
মেয়েদের জরায়ু ও যোনি নালীর ঝিল্লির নিচে ফোসকার মতো ছোট ছোট গ্রন্থি আছে। এসব গ্রন্থি থেকে নিঃসৃত রসে যোনি নালী ভেজানো থাকে। যার ফলে বাইরের জীবাণু সহজে আক্রমণ করতে পারে না। কিন্তু সমস্যা দেখা দেয় তখনই যখন কোনো কারণে ঐ গ্রন্থি থেকে রস বেশি পরিমাণে নিঃসৃত হয়। এই বেশি পরিমাণ রস নিঃসৃত হওয়াকেই শ্বেতপ্রদর বলে।