সাদা পোশাকে কি স্লিম দেখায়?
শুধু যে সাদা কাপড়ের যেকোনো পোশাকই একজনকে স্লিম দেখাতে সহায়তা করে ঠিক তা না এর পেছনে কিছু বিষয়ও প্রযোজ্য।
অনেকেরই সাদা পোশাকের উপরে এক ধরনের আকর্ষণ কাজ করে। সাদা পোশাকে একজনকে অনেক বেশি শালীন আর পরিশীলিত লাগে পাশাপাশি সাদা পোশাক একজনকে স্লিম দেখাতেও সাহায্য করে। তবে এক্ষেত্রে কাপড়ের পার্থক্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেকোনো সাদা কাপড়ই একজনকে স্লিম দেখাতে সহায়তা করে না। যেমন আপনি যদি সুতি সাদা কাপড়ের পোশাক পরেন তাহলে তা স্লিম দেখানোর চেয়ে স্বাস্থ্য ভালো দেখায়। এর পরিবর্তে লিনেনের বা জর্জেটের সাদা কাপড় পরলে স্বাস্থ্য অনেকটা কম বোঝা যায় এবং স্লিম দেখাতে সহায়তা করে। তবে এক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন।
লক্ষণীয় বিষয় :
১. শুধু সাদা কাপড় কিনলেই হবে না, কাপড়ের মান, গুণগত পার্থক্য লক্ষ্য করতে হবে।
২. সাদা কাপড়ের কামিজ বানাতে চাইলে ডিজাইন যেন হালকা হয় সেদিকে খেয়াল রাখুন। ভারী কোনো ডিজাইন ব্যবহার করবেন না।
৩. পোশাকটি বা কামিজটি যেন দেহের সাথে সোজাভাবে পড়ে থাকে এবং কোনোভাবেই টাইটফিটিং না হয়।
৪. কামিজটি যদি লিনেন বা জর্জেট কাপড়ের তৈরি হয়ে থাকে তাহলে এর নিচে সঠিক অন্তর্বাস ব্যবহার করুন যেন দেখতে বাজে না লাগে।
৫. আপনার পোশাকটি যদি কামিজ হয়ে থাকে তাহলে এর সাথে স্কিন টাইট প্যান্ট পরতে পারেন তবে এর রঙও সাদা হতে পারে।
৬. খেয়াল রাখবেন পোশাকটির সাথে পরা জুতাজোড়া যেন হাইহিলের হয়ে থাকে।