সাধারণ ত্বকের জন্য কোন নাইট ক্রিম ভালো?
সাধারণ ত্বকের জন্য কোন নাইট ক্রিম ভালো?
Add Comment
অনেক সময় ন্যাচারালিই আমাদের ত্বক কালো হয়ে যায় কারণ হয়ত আমরা বাহিরে বের হওয়ার সময়ে কোনো ধরনের সানস্ক্রিণ ব্যবহার করি না। ফলে সূর্যের আলো আমাদের ত্বককে পুড়িয়ে লাবণ্যতা দূর করে এবং আমরা কালো হয়ে যাই। এক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা সানস্ক্রিণ ব্যবহার করতে হবে যেটি আপনার ত্বকে স্যুট করে। এছাড়া প্রাকৃতিক কিছূ উপাদান দিয়ে ত্বকের পরিচর্যা করতে পারেন। যেমন মধু ও লেবুর রসের একটি প্যাক বানিয়ে সপ্তাহে ২ বার মুখ ম্যাসেজ করতে পারেন। এতে করে আপনার ত্বকে যে কালচে ভাব রয়েছে তা দূর হয়ে যাবে এবং ন্যাচারালি একটা গ্লোনেস আসবে।
আর নাইট ক্রিম আসলে আমাদের ফর্সা করে না বরং ত্বকের সামগ্রিক চাহিদা পূরণ করে লাবণ্যতা ফিরিয়ে আনে। আপনার যেহেতু সাধারণ ত্বক সেক্ষেত্রে আপনি ফরএভারের নাইট ক্রিমটি ব্যবহার করতে পারেন।