সাধু ও চলিত ভাষার পার্থক্য জানতে চাই ? প্লীজ কেউ সাহায্য করুন ।
কোনটা শুদ্ধ ? রাশেদ চলে গেছে নাকি রাশেদ চলে গিয়েছে ?কোনটা শুদ্ধ ? আমি শিক্ষক হয়ে গেছি নাকি আমি শিক্ষক হয়ে গিয়েছি ?
এখানে চলিত কোনটা আর সাধু ভাষা কোনটা ? শুদ্ধ কোনটা আর অশুদ্ধ কোনটা ?
দয়া করে আপনার উত্তর কামনা করছি …………।
Add Comment
রাশেদ চলে গেছে – এটি শুদ্ধ
আমি শিক্ষক হয়ে গেছি – এটি শুদ্ধ