সাফল্যের অন্যতম চাবিকাঠি কী?

    সাফল্যের অন্যতম চাবিকাঠি কী?

    Add Comment
    1 Answer(s)

      ধন্যবাদ একটি সুন্দর প্রশ্ন করার জন্য, সফলতা অন্যতম চাবিকাঠি হচ্ছে “সঙ্ঘ”

      বর্তমান সময় আমরা নিয়মিত বিভিন্ন জায়গা থেকে ব্রেনওয়াশিং হচ্ছি, এমনকি আমিও কিন্তু ব্রেনওয়াশিং হচ্ছি।

      কিন্তু এখন আপনাকেই বিবেচনা করে দেখতে হবে আপনি কার দ্বারা ব্রেনওয়াশিং হচ্ছেন এবং হবেন?

      সফল হতে হলে আপনাকে অবশ্যই সফল ব্যক্তিদের দ্বারাই ব্রেনওয়াশিং হতে হবে। আপনি কার সাথে উঠাবসা করছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, একটি খুবই বিখ্যাত উক্তি যা সচরাচর বলা হয়ে থাকে যে,

      তোমার মিত্রদের দেখাও আমি তোমার ভবিষ্যৎ বলে দিতে পারব

      একটি ভালো সঙ্গ থেকে তৈরি হয় ভালো মনোস্থিতি আর আপনার ভাল মনোস্থিতি থেকে তৈরি হয় আপনার আচরণ আর আচরণের ফলে তৈরি হয় ভালো ফলাফল অর্থাৎ সফলতা।

      সঙ্গ > মনোস্থিতি > আচরণ > ফলাফল > সফলতা

      একটি চিরন্তন সত্য কথা হচ্ছে আপনি যখনই ভালো সঙ্গ তৈরি করে নিবেন আপনি কোনদিনও বিফলে যেতে পারবেন না।

      তাই সফলতার অন্যতম চাবিকাঠি হচ্ছে সংঘ, এই গোল্ডেন রুল টি অবশ্যই মেনে চলুন এবং সবাইকে মানতে উৎসাহিত করুন।

      পোষ্টের নিচে মন্তব্যর সেকশনে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের আমি অবশ্যই আশা করি পোস্টগুলোর বিষয়বস্তু গুলো যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই সেখানে মন্তব্য করুন অথবা আমাকে মেনশন করুন।

      এবং মন্তব্য করার মাধ্যমে আপনি যদি এই পোস্টকে আরো সমৃদ্ধশালী করতে পারেন আপনার মতামত দিয়ে তাহলে জ্ঞান ভাগাভাগি হয়ে যাবে যা পুরো সম্প্রদায়কে করবে আরো শক্তিশালী।

      ধন্যবাদ

      Professor Answered 8 hours ago.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.