সামর্থ্য থাকা সত্বেও যদি কেউ বসে নামাজ আদায় করে তাহলে কি তার নামাজ হবে?
সামর্থ্য থাকা সত্বেও যদি কেউ বসে নামাজ আদায় করে তাহলে কি তার নামাজ হবে?
Add Comment
সুস্থ সামর্থবান ব্যক্তিকে দাঁড়িয়ে ছালাত আদায় করতে
হবে এটাই শরীয়তের চূড়ান্ত সিদ্ধান্ত । দাড়িয়ে ছালাত আদায়ের সক্ষমতা থাকা সত্ত্বেও কেউ বসে ফরয ছালাত আদায় করলে তা সিদ্ধ হবেনা। তবে নফল ছালাতে কোন সমস্যা নেই। এখন কেউ তাতে সক্ষম না হ’লে মাটিতে বসে ছালাত আদায়
করতে হবে। তাতে সক্ষম না হ’লে চেয়ার বা অনুরূপ সহায়ক
বস্ত্ততে বসে ছালাত আদায় করতে হবে। তাতে সক্ষম না
হ’লে শুয়ে যেভাবে সম্ভব হবে সেভাবে ছালাত আদায়
করতে হবে। ব্যক্তির জ্ঞান থাকা পর্যন্ত ছালাতে কো প্রকার ছাড় নেই।
প্রত্যেক মুসলমানকে ছালাতের ব্যাপারে আরো যত্নবান
হ’তে হবে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে কুরআন ও
ছহীহ হাদীছ বুঝে সে অনুযায়ী আমল করার তাওফীক
দিন-আমীন!