সার্টিফিকেট সমুহ লেমেনেটিং করা কি ঠিক?
অনেকে তাদের মুল শিক্ষা সার্টিফিকেট, মার্কশিট সমুহ লেমেনেটিং করে যাতে তা ছিড়ে না যায় বা নষ্ট না হয়। আমিও লেমেনেটিং করতে চাচ্ছি। কিন্তু আমি এক বড় ভাইয়ের কাছে শুনলাম লেমেনেটিং করা সার্টিফিকেট সমুহ চাকিরির ইন্টারভিউয়ের সময় গ্রহনযোগ্য হয় না। তাই লেমেনেটিং করা যাবে কিনা বিস্তারিত জানতে চাই এবং বড় ভাইয়ের কথা ঠিক কিনা তাও জানতে চাই।
আমার মনে হয় সার্টিফিকেট লেমিনেটিং না করাই ভাল যদিও এ ব্যপারে একেক জনের অভিমত একেক রকমের। তবে আমার পরিচিত এক বড় ভাই একবার মৌখিক পরীক্ষার কক্ষে লেমিনেটিং করা সার্টিফিকেট নিয়ে গিয়েছিলেন এবং সত্যতা যাচাই করার জন্য এক পর্যায়ে পরীক্ষা কক্ষেই ঐ সার্টিফিকেটের লেমিনেটিং পেপার কেটে ফেলতে বাধ্য করা হয়েছিল। তবে অনেকেই সার্টিফিকেট লেমিনেটিং করে রাখে এবং তাদের সমস্যা হয় না। নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনি বরং একটা ভাল প্লাস্টিকের ফাইলের মধ্যে সার্টিফিকেটগুলো রাখতে পারেন।