|
সালাতে (নামাযে) দাড়ালে মনের মধ্যে যে বিভিন্ন উল্টা পাল্টা কথার স্মরণ হয় তখন আমরা কি করব?
সালাতে (নামাযে) দাড়ালে মনের মধ্যে যে বিভিন্ন উল্টা পাল্টা কথার স্মরণ হয় তখন আমরা কি করব?
Add Comment
৫৬৩১-(৬৮/২২০৩) ইয়াহইয়া ইবনু খালাফ আল-বাহিলী (রহঃ) ….. আবদুল আ’লা (রহঃ) হতে বর্ণনা করেন যে, উসমান ইবনু আবূল আস (রাযিঃ) নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বললেন- হে আল্লাহর রসূল! শাইতান আমার, আমার সলাত (সালাত/নামাজ/নামায) ও কিরাআতের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় এবং সব কিছুতে গোলমাল বাধিয়ে দেয়। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : এটা এক (প্রকারের) শাইতান— যার নাম খিনযিব’।
যে সময় তুমি তার উপস্থিতি বুঝতে পারবে তখন (আউয়ুবিল্লাহ পড়ে) তার অনিষ্ট হতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে তিনবার তোমার বাম পাশে থুথু ফেলবে। তিনি বলেন, তারপরে আমি তা করলাম আর আল্লাহ আমার হতে তা দূর করে দিলেন।
সহিহ মুসলিম