সালাত আদায়ের অনেক নিয়ম আছে এ সবগুলো কি ঠিক?

সালাত আদায়ের অনেক নিয়ম আছে এ সবগুলো কি ঠিক?

Add Comment
1 Answer(s)

    ডাঃ জাকির নায়েকঃ যদি মার্কেটে যান তবে সেখানে সালাতের নিয়ম-কানুন এর উপর কয়েকশত বই রয়েছে। বেশিরভাগ বইতে কিছু হাদীস রয়েছে যেগুলো সহীহ হাদীস নয়।

    বেশিরভাগ বইয়ে সালাত আদায়ের কেবল একটী নিয়ম রয়েছে। আমাদের নবীজি (সাঃ) বলেছেন এটার উল্লেখ আছে সহীহ বুখারীতে, “সালাত আদায় কর যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখ”।

    আমরা সালাত আদায় করব সেই নিয়মে যেভাবে আমাদের প্রিয় নবী (সাঃ) আদায় করেছেন। সালাতের অন্য কোন নিয়ম নেই। তাহলে সালাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়মগুলো যেমন কিভাবে হাত বাঁধতে হবে, রুকু দিতে হবে, সিজদা দিতে হবে এসব ব্যাপারে একটা নিয়ম ই আছে। আর সহীহ হাদীসে এই নিয়মগুলো উল্লেখ করা হয়েছে। সালাতের কিছু ব্যাপারে এ নিয়মগুলো কিছুটা শিথিল। 

    যেমন ধরুন আমরা রুকুতে যেটা পড়ি সহীহ হাদীস বলছে, কখনো কখনো নবীজি (সাঃ) বলেছেন “সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সুমহান” আবার কোনো কোনো সময় বলেছেন “সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সুমহান, সমস্ত প্রশংসা তার”।

    আবার যেমন ধরুন বিতর এর সালাত। নবীজি (সাঃ) কখনো এটি পড়েছেন এক রাক’আত, কখনো পড়ছেন তিন রাকা’আত, পাঁচ রাকা’আত, সাত রাকা’আত। তবে বেশিরভাগ সময়ই পড়েছেন তিন রাকা’আত।

    তাহলে কিছু নিয়মের ব্যাপারে শিথিলতা আছে। 

    আর এখানে আমি যে বইটার কথা বলতে পারি বইটা মার্কেটে পাবেন। এখানে আপনারা পাবেন সহীহ হাদীস, বইটির নাম ‘The Guide to Salah’ by MA Sakib।

    আপনাদের যদি বেশি সময় থাকে আরা বিস্তারিত জানতে চান, তাহলে আরেকটি বইয়ে বিস্তারিত আছে। কিভাবে সিজদায় যাবেন, কোন অঙ্গ প্রথমে মাটিতে স্পর্শ করবে, কিভাবে উঠে দাঁড়াবেন। এসব কিছু বিস্তারিত জানতে বইটি পড়তে পারেন। বইটির নাম ‘The Prayer of the Profet’। বইটি লিখেছেন নাসির উদ্দিন আলবানী।

    তবে আপনার প্রশ্নের উত্তরটা হলো সালাত আদায়ের সময় গুরুত্বপূর্ণ অংশগুলোর নিয়ম মাত্র একটাই। 

    আপনারা যদি বইগুলো পড়তে চান তাহলে যোগাযোগ করতে পারেন IRF এর লাইব্রেরিতে। সেখানে আপনারা বইগুলো পাবেন।

    Professor Answered on April 3, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.