সাহাবীগণ কি তাকলিদ করতেন?
হ্যা নিশ্চয়ই।
তাকলিদ বা মাজহাব মানার অর্থ হল, একজন ধর্ম বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি কুরান-সুন্নার আলোকে বিভিন্ন সমস্যার সমাধান দিবেন এবং যারা এ বিষয়ে জানেনা বা জানার সুযোগ নেই তারা তার কথা মতে আমল করবে বা মেনে চলবে। আর এই পদ্ধতি সবসময় ছিল।
রাসুল সা.-এর যুগেও সাধারণ সাহাবায়ে কেরাম , যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন তারা আলেম ও বিজ্ঞ সাহাবাদের কাছ থেকে জেনে নিয়ে আমল করতেন।
যারা লা-মাজহাব বা মাজহাব না মেনে সরাসরি কোরআন হাদিসের উপর আমল করবেন বলেন, তারাও কিন্তু প্রতিটি কাজ কোরআন হাদিস খুলে তারপর করেন না ।
বরং তারা তাদের নিকট গ্রহনযোগ্য কোনো শাইখ/ ইমামের কথা মানেন এবং তার রেফারেন্স দেন।
অর্থাৎ তারাও ঠিক একই ভাবে কারো না কারো তাকলিদ করে, যেই ভাবে মাজহাব অনুসারীরা নিজেদের ইমামদের তাকলিদ করে থাকে।
কাজেই লা-মাজহাবীরা আসলে ইসলামের মধ্যে আরো বিভক্তি সৃষ্ট করে ক্ষতি করার জন্যই এই ধরণের পদক্ষেপ নিয়ে থাকে।