সিজারে সন্তান হবার পরবর্তী কতদিনের ব্যবধানে কনসিভ করা সম্ভব?
সিজারে সন্তান হবার পরবর্তী কতদিনের ব্যবধানে কনসিভ করা সম্ভব?
Add Comment
সার্জারির পর নুন্যতম দুই বছর গ্যাপ দিতে হবে। আপনার স্ত্রীর পোস্ট পার্টাম ডিপ্রেশন হয়েছে, তাকে একজন ভাল ডাঃ দেখাবেন। তার মানসিক স্বস্তির জন্য শারীরিক ঝুঁকি নেয়া যাবে না। বাচ্চা বেঁচে থাকলেও তার এই সমস্যা হতে পারত। কিন্তু তার কথামতো এখনই বাচ্চা নিয়ে ফেলা ঠিক হবে না। এখন খুব ভালভাবে নিজের শরীর এর যত্ন নিতে হবে। আপনার স্ত্রীকে সময় দিন, খোঁজ নিন নিয়মিত, তাকে আশ্বস্ত করুন যে যথাসময়ে আপনাদের আবার বেবী হবে। এছাড়া এরপর বাচ্চা নিতে হলে অবশ্যই ডাঃ দেখিয়ে চিকিৎসা নিয়ে চেষ্টা করবেন।