সিন্ধু সভ্যতার অধিবাসীদের খাদ্য কি ছিল?
সিন্ধু সভ্যতার অধিবাসীদের খাদ্য কি ছিল?
Add Comment
খাদ্য : সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান খাদ্য ছিলো গম। আর ছাগল, শূকর, হাঁস-মুরগী, কচ্ছপ, কাঁকড়া, মাছ ইত্যাদি ছোটখাট জীবজন্তুর মাংস তাদের প্রোটিনের অভাব পূরণ করতো। মাছ খুবই সাধারণ খাদ্য হিসেবে ব্যবহৃত হতো। যব এবং খেজুরও তাদের প্রিয় খাদ্য ছিলো। এছাড়া সব্জি, ফল, দুধ ইত্যাদিও সিন্ধু সভ্যতার অধিবাসীরা খেতো বলে অনুমান করা হয়। কিন্তু উৎখননে পাওয়া বিভিন্ন প্রত্নবস্তু বিশ্লেষণ করে হরপ্পা সংস্কৃতির মানুষদের মধ্যে গরুর মাংস খাওয়ার কোন প্রমাণ পাওয়া যায়নি।