সিপিইউ CPU এর কাজগুলো কি?
vএকটি সিপিইউ অনেকগুলো ইন্ট্রিগ্রেটেড সাকিটের সমন্বয়ে তৈরী করা হয়। একে মাইক্রোপ্রসেসর ও বলা হয়।
v বাহ্যিকভাবে এটি একটি ক্ষুদ্র প্রসেসর। এর গঠনগত আকার ক্ষুদ্র হলেও কাযক্ষমতা কল্পনাতীত।
v ইনপুট ডিভাইস ও আইটপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের সাথে বাইরের পরিবেশের ডেটা আদান প্রদান নিয়ন্ত্রন করে থাকে এই সিপিইউ। অথাৎ ইনপুট এবং আউটপুট ডিভাইসসমূহের মধ্যে সমন্বয় সাধনের ক্ষেত্রে সিপিইউ’র ভূমিকা উল্লেখযোগ্য।