সিফিলিস এর লক্ষন কি?
পুরুষ ও মহিলা ঊভয়ের ক্ষেত্রে সিফিলিস এর লক্ষন একই। তবে এগুলাকে চেনা কঠিন এবং এগুলাকে আপনি হয়ত খেয়াল করলেন না। সিফিলিস তিন ধাপে বিকশিত হয়। আপনি যদি লক্ষ্যন দেখতে পান তাহলে নিম্নোল্ল্যখিত বিষয়গুলা খেয়াল করতে পারবেন। প্রথম ধাপের সিফিলিসঃ ১। একের অধিক ক্ষতঃ- সিফিলিস এ আক্রান্ত হবার ২/৩ সপ্তাহ পরে এ রগের লক্ষ্যন গুলা ধরা পড়ে। যেখান থেকে ব্যক্টেরিয়া সেখানে ব্যথাহিন ক্ষ্যতগুলা দেখা যায়। ২। কোথায় হতে পারে- মেয়েদের যৌনাঙ্গের আশেপাশে এবং গলাতে। ছেলেদের যৌনাঙ্গের আশেপাশে এবং যৌনাঙ্গে। কম বেশি এর প্রভাব পাওয়া যায় মুখ, ঠোট, টন্সিল,আঙ্গুল,পশ্চাদেশে। ক্ষতগুলা খুব সংক্রামক এবং ৬ সপ্তাহ লাগতেপারে ঠিক হতে। এই সময়ের ভিতরে ব্যক্টেরিয়া শরিরের অন্যান অংশে ছড়িয়ে পড়ে আরও গুরুতর হতে পারে। দ্বিতীয় ধাপের সিফিলিসঃ- ব্যথা ও চুল্কানিহিন, খুবই সংক্রামক এবং সমস্ত শরীর জুড়ে হয়। বেশিরভাগ সময় হাতের তালুতে এবং পায়ের তলাতে হয়। চেটাল মত ক্ষত স্ত্রীযোনিমূখে অথবা ছেলে মেয়েদের মলদারে দেখা যায়। ক্ষুধামন্দা, ক্লান্তি, ফাঁপা গ্রন্থি, সম্ভ্যাব্য চুলপড়া মুখে সাদা দাগ। চুড়ান্ত ধাপ যদি চিকিৎসাহীন অবস্থায় থাকে, অনেক বৎস্র পরে এর কারনে হ্রৎপিন্ডো, মশ্তিস্কো, চোখ, এবং অন্যান অংশের মারাত্মক ক্ষতি হয়ে মৃত্যূবরন করে।