সিফিলিস কিভাবে হয় ?
সিফিলিস এক ব্যক্তি থেকে আর এক ব্যক্তির শরীরে সিফিলিসের ক্ষতের সরাসরি সংস্পর্শে হয়৷ এই ক্ষত সাধারণত পুরুষাঙ্গ, যোনি, মলদ্বার বা মলাশয়ে হয়৷ এই ক্ষত ঠোঁটে বা মুখের ভেতরেও হতে পারে৷ গর্ভবতী মহিলাদের সিফিলিস হলে তা গর্ভস্থ শিশুর শরীরে সংক্রামিত হতে পারে৷ কমোডের সীট, দরজার হাতল, সুইমিং পুল, গরম জলের টব, বাথটব, একই জামাকাপড় পরা বা বাসন ব্যবহার করা থেকে সিফিলিস ছড়ায় না৷