সিস্টেম রিফ্রেশ কি?
উইন্ডোজ আনস্টেবল হয়ে গেছে? ভারি কোনো অ্যাপ্লিকেশন চালানোয় রিসোর্সগুলো ঠিকমতো কাজ করছে না? সলিউশন হচ্ছে রিস্টার্ট করা, ঠিক না? কিন্তু বেছে বেছে চালু করা মিউজিক, অথবা ব্রাউজারে খুলে রাখা এতগুলো ট্যাব আবার রিস্টার্ট করতে হবে ভাবতেই মেজাজ খারাপ হওয়ার মানেই এই নয় যে আপনি বদমেজাজী। তবে খুশির খবর হলো, উইন্ডোজ ৮-এ আসছে সিস্টেম রিফ্রেশ নামের নতুন এক সুবিধা যা আপনার কম্পিউটারকে ঠিক আগের জায়গায় রেখেই উইন্ডোজ (সফটওয়্যার)-কে রিফ্রেশ করে তুলবে যাতে করে কাজের গতি আবার ফিরে পাওয়া যায়।