সিস্টেম সফটওয়্যার কি?
কম্পিউটারের হার্ডওয়ার কে একত্র করে কাজের উপযোগী করা,
এপ্লিকেশন সফটওয়ার চালানোর জন্য প্লাটফর্ম তৈরি করা
কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম এবং হার্ডওয়ার এর মাঝে সমন্বয় সাধন করা,
আপনার দেয়া বিভিন্ন নির্দেশনা অনুযায়ী হার্ডওয়ার কে পরিচালনা করা,
কম্পিউটার কে কি করতে হবে, কিভাবে করতে হবে এসব আদেশ দেয়ার জন্য
যে সফসওয়ার ব্যবহার করা হয় তাকে সিস্টেম সফটওয়ার বলে।
আরও সহজ কথায় বললে কম্পিউটারের পরিচালক হল সিস্টেম সফটওয়ার!!