সুখী হওয়ার উপায় কী? সবার মন্তব্য চাই।
সুখী হওয়ার উপায় কী? সবার মন্তব্য চাই।
সুখী হওয়ার উপায় কি? এটা একটি কোটি টাকার প্রশ্ন। মানুষ কোটি টাকা,হাজার কোটি টাকা কামায় কিন্তু সুখ পায় না। অনেকে মনে করে, আমার এতো টাকা থাকলে বোধহয় আমি সুখ পেতাম বা আমার এটা থাকলে বোধহয় আমি সুখী হতাম । কিন্তু তাদের ধারনা সম্পূর্ণ ভুল। আসলে সুখ জিনিসটা হলো মনের বিষয়। আপনার যা কিছু আছে আপনি তাই নিয়ে যদি সুখী হতে পারেন তাহলে আপনি সুখী অন্যথায় আপনি জীবনে সুখী হতে পারবেন না।লোভ মানুষ কে কখনোই সুখ দিতে পারে না। লোভ মানুষ কে ঠেলে দেয় আস্তে আস্তে মৃত্যুর দিকে। তাই লোভ কে ত্যাগ করতে হবে। স্রষ্টার প্রতি বিশ্বাস এবং ধর্মে বিশ্বাস মানুষের মনে সুখ দেয় । যেকোনো পরিস্থিতিতে আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন এবং পরে বাকিটা স্রষ্টার উপর ছেড়ে দিবেন। এটা আপনার মনে শান্তি দিবে। বেশি বেশি মানুষের উপকার করেন এটা আপনার মনে প্রশান্তি এনে দিবে । ত্যাগ এর মানুষিকতা রাখবেন। অতিরিক্ত এক্সপেক্টেশন রাখবেন না কারণ এটা আপনার মন থেকে শান্তি দূর করে দিবে। এক্সপেক্টেশন যত কম রাখবেন ততই শান্তিতে থাকবেন। সুযোগ পেলেই মানুষ,পশু-পাখি সকলকে সাহায্য করার চেষ্টা করবেন। এগুলো সব ই আপনার মনে শান্তি এনে দিবে। সর্বোপরি সবার সাথে উত্তম ব্যবহার করবেন ছোট বড় সকলের সাথে। এবং যেই অবস্থায় আছেন সেই অবস্থায় খুশি থাকার চেষ্টা করুন। তাহলেই সুখী হতে পারবেন।