সুখের অবস্থান কোথায়, অতীত নাকি বর্তমান না ভবিষ্যতে?
সুখের অবস্থান কোথায়, অতীত নাকি বর্তমান না ভবিষ্যতে?
সুখের অবস্থান অতীতে নয়, বর্তমানেও নয়, এবং ভবিষ্যতেও নয়।
এই কথা শুনে অনেকেই বিস্মিত হবেন এবং জিজ্ঞাসা করবেন, তাহলে সুখের অবস্থান কোথায়!
সুখের অবস্থান আমাদের মনে।
ইংরেজিতে একটি প্রবাদ আছে, happiness is a practice. অর্থাৎ, সুখ একটি অভ্যাস।
আমরা সুখ পাওয়ার জন্য কী না করি, সুখের পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়ি। সন্দিহান লাগে, যে সুখ অধরাই থেকে গেল। কিন্তু জীবনপথ পরিভ্রমণ করতে করতে ভুলেই যাই যে সুখের বাস মনে।
সুখ যদি শুধু অতীতে থাকত, তাহলে তো প্রত্যেকেই বিষণ্নতায় ভুগত। সুখ যদি শুধু বর্তমানে থাকত, তাহলে ভবিষ্যতচিন্তা কারুর থাকত না। আর সুখ যদি ভবিষ্যতে থাকত, তাহলে বর্তমানের ওপর মনযোগ দিয়ে কেউ জীবনযাপন করতে পারত না।
প্রকৃত অর্থে সুখী সেই ব্যক্তি, যে তার ভাবনার মধ্যে দিয়ে প্রতি মুহূর্তে সুখ খুঁজে নিতে পারে, যার সুখ কোনো অনিত্য ধনসম্পদের ওপর নয়, বরং নিজের ভাবনার ওপর নির্ভর করে।
তাই সুখ অতীত, বর্তমান, ভবিষ্যতে নয়। সুখ মনের মণিকোঠায় আছে। সেটাকে সবসময় জাগিয়ে রাখাই জীবনের লক্ষ্য হওয়া উচিত।
চিত্রটি পিন্টারেস্ট থেকে সংগৃহীত।