সুখ বলতে কী বোঝায়? আসলে সুখের সংজ্ঞাটা কী?
সুখ বলতে কী বোঝায়? আসলে সুখের সংজ্ঞাটা কী?
এতকিছু লিখেছি, কিন্তু এখনো সুখ বিষয়ে কিছু লিখলাম না। বলেন কি !! আসুন, আজকে আমরা সুখ চিনবো, ইনশা-আল্লাহ।
যে কোন মানুষকে জিজ্ঞাসা করুন – আপনি কি সুখী? শিল্পপতি, ক্ষমতাবান নেতা, বিখ্যাত তারকা, যেই হোক না কেন – কেউই সুখী নয়। তাছাড়া, কবি-সাহিত্যিক ও জ্ঞানী-গুণী, জটিল কিছু ডায়লগ দিয়ে, সুখ জিনিসটাকে আরো কঠিন ও দুষ্প্রাপ্য করে ফেলেছেন।
সুখ হলো মনের একটা অনুভূতি। কোন কিছু থাকা বা না থাকার সাথে এর সম্পর্ক নেই।
বাল্যকালে যখন প্রাইমারী স্কুলে পড়তেন, সকালে উঠে কত কষ্ট করে স্কুলে যেতে হতো। বাড়ির কাজ, স্কুলের স্যারের মাইর, পরীক্ষায় পাশ-ফেল, ইত্যাদি কত ধরণের সমস্যার ভেতরে, ওই অল্প বয়সে আপনি অস্থির হতেন। বারবার মনে হতো, কবে যে এই ঝামেলা থেকে মুক্তি পাবো।
আজকে ১০-১৫ বছর পরে আপনি যখন ওই প্রাইমারী স্কুলের সময়টার কথা চিন্তা করেন, তখন খুবই ভালো লাগে। ওই সময়টা কত মধুর ছিলো। মাঝে মাঝে মনে হয়, আহা ওই দিনগুলো যদি ফিরে পেতাম।
প্রাইমারি স্কুলে পড়ার সময় আপনি সুখী ছিলেন। সেটা তখন বোঝেন নি। আজকে, ১০ বছর পরে বুঝতে পারছেন। আমি শুধুমাত্র ওই প্রাইমারী স্কুল দিয়ে উদাহরন দিয়েছি। আপনার জীবনে এমন বারবার ঘটেছে। কয়েক বছর আগের কোন ঘটনা, আপনার কাছে সুখের স্মৃতি। কিন্তু অতীতে ওই ঘটনাটি যখন ঘটেছিল, তখন সেটা সুখকর লাগেনি।
মানুষ অতীতের সুখ বোঝে, ভবিষ্যতে সুখ খোঁজে। আর বর্তমানের সুখ চেনেই না।
কয়েক বছর আগের সুখটা আপনি আজকে বুঝতে পেরেছেন। ঠিক তেমনই, আজকের সুখটা কয়েক বছর পরে বুঝতে পারবেন। হ্যাঁ, আপনি সুখী। আপনি আজকে সুখী। বুদ্ধিমান হোন। কয়েক বছর দেরী না করে – আজকের সুখটা, আজকেই বুঝুন।
বোনাস: সুখের সন্ধান পাওয়া যায় একমাত্র ইসলামে। ইসলাম কথাটির অর্থ – আত্মসমর্পণ। আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ। যে লোকটি তেমন আত্মসমর্পণ করতে পারে, তার কোন অতৃপ্তি থাকে না। সে হয় প্রকৃত সুখী, প্রকৃত শক্তিশালী।